‘ঢাকা লকডাউন’ নামে সহিংসতা ঠেকাতে ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ঢাকা লকডাউন’ নামে সহিংসতা ঠেকাতে ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে সক্রিয় থেকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য অরাজকতা বা সহিংসতা ঠেকাতে রাজধানী ও প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর প্রবেশপথে যে কোনো ধরনের জমায়েত বা অবস্থান নেয়ার সুযোগ দেওয়া হবে না।

এদিকে, গত কয়েকদিনে রাজধানী ও আশপাশের এলাকায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি পরবর্তী তিন দিনে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরণ ও ১০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সাইবার ইউনিটগুলোও সক্রিয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা ঠেকাতে তারা নজরদারি চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির বৈঠকে বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ