ময়মনসিংহে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে অভিযানে আ’লীগের পাঁচ কর্মী আটক

ময়মনসিংহে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে অভিযানে আ’লীগের পাঁচ কর্মী আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অভিযানে পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মশাল মিছিলের প্রস্তুতি চলার সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার পর উপজেলা সদর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল বের করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন- পৌর শহরের দত্তপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে ও যুবলীগ সদস্য বিল্লাল হোসেন বাবু (৩১), একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে এরশাদুল হক (৩৫), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫), দত্তপাড়া এলাকার ছাত্রলীগ সদস্য সজল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩২) এবং সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত ফতেহ আলীর ছেলে শাজাহান (৪৭)।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, দলটির ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে। নিরাপত্তা জোরদার করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ