কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের জাটকা জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের জাটকা জব্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে প্রায় ৪ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত এই মাছের বাজারমূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে জাটকা আহরণের বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মৎস্য আইনের লঙ্ঘনকারী জেলেদের চিহ্নিত করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

জব্দ করা জাটকা দ্রুতই স্থানীয় এতিমখানা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে নিয়মিতভাবে নদীতে অবৈধ মাছ ধরা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইলিশের টেকসই উৎপাদন ও প্রজনন সংরক্ষণ নিশ্চিত করতে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে দেশব্যাপী জাটকা আহরণে নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই আট মাস মেয়াদি নিষেধাজ্ঞা চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ বাস্তবায়ন করা হয়। কোস্ট গার্ড জানায়, এসব অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে তারা নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে কঠোর নজরদারি অব্যাহত রাখবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ