মোহাম্মদপুরে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে কয়েকজন যুবক লাশটি একটি স্থানে নিয়ে আসে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ কাজি রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি কাজি রফিক জানান, ‘লাশটি হ্যাংগিং অবস্থায় ছিল এবং হাতে দাগ দেখা গেছে। পরবর্তীতে আমরা লাশটি সোহরাওয়ার্দী হাসপাতালে হস্তান্তর করি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এখনও কোনো মামলা দায়ের হয়নি।’ তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে নিহতের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।
মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, ‘সাব্বিরের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছেছি।’ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, দলীয় নেতৃবৃন্দ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কোন প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রভাব রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ গত কয়েকদিন ধরেই অচেনা কেউ তাকে হুমকি প্রদান করেছিল।
প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানা যাবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয়রা ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।