সুপ্রিম কোর্টসহ যেসব এলাকায় সভা-সমাবেশে কঠোর নিষেধাজ্ঞা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকার আশপাশে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ (অধ্যাদেশ নং ৩১) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা। এসব স্থানে সভা, সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মিছিল ও শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে ডিএমপি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট এলাকায় কিছু অননুমোদিত রাজনৈতিক ও পেশাজীবী সমাবেশের কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ ও বিচার বিভাগের মর্যাদা রক্ষার স্বার্থে সবাইকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত হলে পরবর্তী সময়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।