ময়মনসিংহে ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রুটে রেল চলাচল বন্ধ

ময়মনসিংহে ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রুটে রেল চলাচল বন্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, বর্তমানে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি পরিবর্তনের কাজ চলছে এবং ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত জানালা ও দরজা দিয়ে বেরিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে আগুন নেভাতে সহায়তা করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে একটি টিম কাজ শুরু করেছে। তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ জানানো হবে বলে জানিয়েছেন ওসি আকতার হোসেন।

এই ঘটনার পর থেকে ময়মনসিংহ-নেত্রকোনার জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ