এভারেস্টে বৃষ্টি-তুষারপাতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বৃষ্টি ও তুষারপাতে আটকা পড়েছেন কয়েক শ’ দেশি-বিদেশি পর্যটক। প্রতিকূল আবহাওয়ার কারণে লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে গত তিন দিন ধরে সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে ঘন মেঘ ও কুয়াশায় বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে পর্যটন মৌসুমের সবচেয়ে ব্যস্ত সময়টিতে বহু পর্যটক কাঠমান্ডুতে ফিরতে পারছেন না।
নেপালের একটি সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে সোলুখুম্বু জেলার লুকলা ও আশপাশের অঞ্চলে বিমান ওঠানামার উপযোগী পরিবেশ নেই। সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সকল ফ্লাইট স্থগিত রয়েছে। এর ফলে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং শেষে লুকলায় ফিরে আসা বহু পর্যটক এখন সেখানে অবস্থান করছেন। তিনি আরও জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করে, কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে পরিপূর্ণ হয়ে পড়েছে এবং একই পরিস্থিতি দেখা দিয়েছে নামচে বাজার এলাকাতেও।
এভারেস্ট অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লুকলা বিমানবন্দর নেপালের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। এখান দিয়েই বেশিরভাগ বিদেশি ও দেশীয় পর্যটক হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রবেশ করেন। তবে বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে শুধু পর্যটকরাই নয়, স্থানীয় বাসিন্দারাও বিপাকে পড়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনেও বৃষ্টি ও তুষারপাতের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই। বরং কোশি প্রদেশসহ আরও কয়েকটি পার্বত্য এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ফলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্যটন নির্ভর এ অঞ্চলে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।