ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ওয়াশিংটনে এটি হবে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি সফর। শনিবার (১ নভেম্বর) সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরটি আগামী ১০ নভেম্বরের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুসারে, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট ওয়াশিংটনে সরকারি সফর করেননি।
বাহরাইনে অনুষ্ঠিত বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতিবিষয়ক বার্ষিক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টম ব্যারাক বলেন, সিরিয়া যদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দেয়, তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট শারার এ সফর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা করবে।
সিরীয় সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সফরটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি আরও জানায়, এ সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক পুনর্গঠন ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট শারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে ভাষণ দেন, যেখানে তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বান জানান। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এটি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটবিরোধী লড়াইয়ে সিরিয়াকে যুক্ত করতে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিয়া ও ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা ইসলামিক স্টেট (আইএস)-এর নিয়ন্ত্রণে ছিল। প্রেসিডেন্ট শারার আসন্ন সফর সেই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।