জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের বিষয়ে যা বললো ঢাকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ড.জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য ঢাকার নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১ নভেম্বর)সরকারি বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম.মাহবুবুল আলম বলেন,ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন,তা বাংলাদেশের দৃষ্টি এড়ায়নি। তিনি বলেন,বাংলাদেশও মনে করে কোনো দেশ অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া সমীচীন নয়।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,ভারত আশা করে,জাকির নায়েক ঢাকা সফরে এলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,নায়েক একজন পলাতক আসামি,ভারতে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ পদক্ষেপ নেয় এটাই ভারতের প্রত্যাশা।
এ বিষয়ে গত ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,ড.জাকির নায়েকের সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। রাষ্ট্রীয় আমন্ত্রণ বা অনুমোদনের বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে নেই বলেও জানান তিনি।
এর আগে ১২ অক্টোবর এক সাক্ষাৎকারে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদকে জানান,সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় নিজের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে পারেন ড.জাকির নায়েক। প্রাথমিকভাবে আগারগাঁওয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।