আজ থেকে ৮ মাসের জাটকা শিকার নিষেধাজ্ঞা শুরু

আজ থেকে ৮ মাসের জাটকা শিকার নিষেধাজ্ঞা শুরু
ছবির ক্যাপশান, আজ থেকে ৮ মাসের জাটকা শিকার নিষেধাজ্ঞা শুরু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় মাছ ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও সাগর মোহনায় জাটকা (juvenile Hilsa) ইলিশ শিকারের ওপর আট মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মৎস্য অধিদপ্তর এই সময়ে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে।

আজ ১ নভেম্বর (শনিবার) থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আজ থেকেই কঠোর নজরদারি শুরু হয়েছে।

মৎস্য বিভাগ সূত্র জানায়, জাটকা রক্ষায় আরোপিত এই আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
মৎস্য কর্মকর্তারা জানান, আইন অমান্যকারীদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে জড়িত যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং জাটকা রক্ষা অভিযান সফল করতে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে বিশেষ অভিযান চালানো হবে বলে জেলা মৎস্য বিভাগ নিশ্চিত করেছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, "জাটকার অবরোধ সফল করতে আমাদের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। ইলিশ সম্পদ রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।"

অবরোধকালীন সময়ে নিবন্ধিত জেলেদের জীবনধারণ নিশ্চিত করতে সরকারি সহায়তা প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ১৮ হাজার জেলেকে ৪ মাসের জন্য ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় আনা হয়েছে। এই কর্মসূচির অধীনে প্রত্যেক জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ