জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার সর্বশেষ তথ্য

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার সর্বশেষ তথ্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় নতুন তথ্য উদঘাটন করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঘটনাটি কোনো পেশাদার খুনির কাজ নয়; বরং মাহীর রহমান নামের এক তরুণই প্রেমিকা বর্ষার সামনেই জোবায়েদকে হত্যা করেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন হত্যাকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তুললে তদন্ত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বর্ষা, মাহীর ও জোবায়েদের মধ্যে প্রেমজনিত জটিলতা থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।

সূত্র জানায়, মাহীর ঘটনার আগে দুটি ছুরি ক্রয় করেছিলেন, যদিও ব্যবহার করা হয় মাত্র একটি। ওই ছুরি দিয়েই গলায় আঘাত করে জোবায়েদকে হত্যা করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গলার প্রধান রক্তনালি কেটে যাওয়ায় স্বল্প সময়ের মধ্যেই জোবায়েদ রক্তক্ষরণে মারা যান।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মাহীরের বন্ধু আইলান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হত্যায় সক্রিয়ভাবে অংশ নেয়নি। অন্যদিকে, বর্ষার পরিবার জোবায়েদ ও মাহীরের সম্পর্ক সম্পর্কে জানত, তবে মেয়ের মা মাহীরকে পছন্দ করতেন না। হত্যার পর তদন্ত দল বর্ষার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে বাসায় পাওয়া যায়নি।

তদন্ত সূত্র আরও জানায়, মামলার স্বার্থে কিছু তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, তবে একাধিক টিম সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের রওশান ভিলা ভবনে এই হত্যাকাণ্ড ঘটে। জোবায়েদ প্রায় এক বছর ধরে শিক্ষার্থী বর্ষাকে পড়াতে যেতেন। সেদিনও পড়াতে গিয়ে ভবনের সিঁড়িতেই ছুরিকাঘাতে নিহত হন তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ