গাইবান্ধায় এসপি-ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় এসপি-ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশান, গাইবান্ধায় এসপি-ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং এসআই মনিরুজ্জামানের আত্মীয় তারেকুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী বিষয়টি নিশ্চিত করেন।

মামলাটি দায়ের করেছেন এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর আমলী আদালতে এ মামলা দাখিল করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত মার্চ মাসে ফেসবুকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তারেকুজ্জামান তুহিন মৌখিকভাবে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে মন্তব্য করেন। এর পর ২৫ মার্চ বিকেলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সদর থানার ওসি শাহিনুর ইসলামের মাধ্যমে এসআই মনিরুজ্জামানকে থানায় ডেকে পাঠান।

এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোন পরীক্ষা করার পাশাপাশি থানায় থাকা তার ল্যাপটপও পর্যবেক্ষণ করা হয়। পরে পুলিশ সুপার উভয় ডিভাইস নিজের জিম্মায় রেখে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণে আরও বলা হয়, এ ঘটনা বাইরে প্রকাশ করলে চাকরিচ্যুত করা এবং হত্যার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার কালাই থানায় বদলি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে। অন্যদিকে মামলার পরদিন বৃহস্পতিবার এসআই মনিরুজ্জামানকে কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের এসপি স্যারের কাছে জানতে পারবেন।” এরপর তিনি ফোন সংযোগ কেটে দেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ