পাঁচ দফা দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হলি ক্রস গার্লস হাইস্কুল রোডে যান চলাচল বন্ধ রেখে আন্দোলন চালায়। এ সময় তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলন পরিচালনা করছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট’ ব্যানারের আওতায়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলি ক্রস কলেজের সামনের সড়কে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থী মারা যান। শিক্ষার্থীদের দাবি, ফুটপাত দখলমুক্ত থাকলে এবং সড়ক নিরাপদ থাকলে এ ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা প্রশাসনের যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি নিচ্ছেন।
বেলা আড়াইটার দিকে তেজগাঁও কলেজ ও তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা হলি ক্রস কলেজ রোড অবরোধ করেন। সড়কে বেঞ্চ বসিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।
তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় দ্রুত স্পিড ব্রেকার বসাতে হবে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে হবে। এছাড়া অটোরিকশা ও ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: (১) তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন, (২) ফুটপাত দখলমুক্তকরণ, (৩) ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে বাস্তবায়ন, (৪) রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধকরণ, এবং (৫) নিয়মিত বর্জ্য অপসারণ ও রাস্তাকে পরিচ্ছন্ন রাখা। শিক্ষার্থীরা দাবি পূরণের মাধ্যমে নিরাপদ ও সুষ্ঠু সড়ক পরিবেশ নিশ্চিত করতে চান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।