তিন বছর ধরে মর্গে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার

তিন বছর ধরে মর্গে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার
ছবির ক্যাপশান, তিন বছর ধরে মর্গে ধর্ষণ, লাশবাহক গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মর্গে নারীদের মরদেহের সঙ্গে যৌন নির্যাতনের জঘন্য অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের লাশবাহককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত যুবক মো. আবু সাঈদ (১৯), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় থানা পুলিশের লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানায় পুলিশ।

হালুয়াঘাট থানা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর উপজেলার ঘোষবেড় এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও ময়নাতদন্তকারী চিকিৎসক পরবর্তীতে সন্দেহ প্রকাশ করে জানান, মরদেহের সঙ্গে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে হালুয়াঘাট থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. জামাল মিয়া তদন্ত শুরু করলে পুলিশের লাশবাহক আবু সাঈদের দিকে সন্দেহের তীর যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অপরাধের দায় স্বীকার করেন।

২১ অক্টোবর হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে মমেক মর্গে এই জঘন্য কাজ সংঘটিত হয়। অভিযুক্ত সাঈদ দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত তরুণ স্বীকার করেছেন যে, গত তিন বছর ধরে তিনি মর্গে আসা একাধিক নারীর মরদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে আসছিলেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ