দালালের প্রতারণায় দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে তিন বাংলাদেশির করুণ মৃত্যু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফ্রিকায় অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে তিন বাংলাদেশির করুণ মৃত্যু ঘটেছে। দালাল চক্রের প্রলোভনে পড়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ায় মারা গেছেন চাঁদপুরের নাজমুল শিপু (২৫), ব্রাহ্মণবাড়িয়ার আবেদ মিয়া (২০) ও চট্টগ্রামের সাইফ উদ্দিন মো. রায়হান (২১)। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিপু চাঁদপুরের মতলব থানার বোয়ালিয়াবাড়ির বাসিন্দা এবং আবেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশাহার এলাকার। নবীনগরের দালাল বাবু ও কামরুজ্জামান দিপুর মাধ্যমে সরাসরি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা পাঠানোর চুক্তি হয় তাদের পরিবারের সঙ্গে। কিন্তু দালাল চক্র প্রতারণা করে ইথিওপিয়া হয়ে সড়কপথে মালাউই, তারপর জাম্বিয়া নিয়ে যায়। সেখানে স্থানীয় দালালরা তাদের অনাহারে রাখে এবং নির্যাতন চালায়। ফলে দীর্ঘ অনাহার ও কষ্টে দুই তরুণের মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রামের বাঙ্গালনূরের সাইফ উদ্দিন মো. রায়হান একইভাবে প্রতারণার শিকার হন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী জয়নাল আবেদীন ফারুকের মাধ্যমে নয় লাখ টাকায় তার যাত্রার ব্যবস্থা করা হয়। কথা ছিল সরাসরি ফ্লাইটের, কিন্তু তাকে সড়কপথে ইথিওপিয়া, মালাউই ও জাম্বিয়া পেরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হচ্ছিল। পথে পাহাড়ি দুর্গম এলাকায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সফরসঙ্গীদের ভাষ্যমতে, মৃত্যুর পর দালাল চক্র তার লাশ পাহাড়ে পুঁতে রাখে।
নিহতদের পরিবার অভিযোগ করেছে, দালালরা এখন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন লাশ উদ্ধারের জন্য।
বিশ্লেষকরা বলছেন, বারবার সতর্কতা সত্ত্বেও দালাল চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশি তরুণদের প্রাণহানি রোধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতামূলক পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।