চট্টগ্রাম বন্দর ইজারা বাতিল দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ে স্কপের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সমাবেশে বক্তৃতা দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন এবং বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ। বক্তারা বলেন, বন্দর কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি ১৯ কোটি মানুষের সম্পদ। শ্রমিকদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
তপন দত্ত বলেন, বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়া মানে শ্রমিকদের পেটে লাথি মারা। বন্দরে ৩০ টাকার গেট পাস ২০৩ টাকা করা হয়েছে, যা শ্রমিকদের জন্য অন্যায়। তিনি আরও জানান, শ্রমিকদের ন্যায্য দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। অনশন কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে শ্রমিকরা আগ্রাবাদ থেকে চট্টগ্রাম বন্দর এলাকার বারেক বিল্ডিং অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে শ্রমিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কর্মসূচি সেখানেই শেষ করেন। চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, বন্দর থানা এলাকায় আগামী ১১ নভেম্বর পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ থাকায় মিছিল থানা সীমার মধ্যেই শেষ করার অনুরোধ জানানো হয়, যা শ্রমিক নেতারা মেনে নেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।