জোবায়েদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ষা : পুলিশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীতে ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে নতুন তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ষা, যিনি মূল অভিযুক্ত মাহিরের দীর্ঘদিনের প্রেমিকা। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির সংবাদ সম্মেলনে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান সামী জানান, বর্ষা ও মাহিরের সম্মিলিত পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদকে খুন করা হয়।
তদন্তে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর থেকেই হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। ঘটনার দিন মাহিরের সঙ্গে আরও দুই বন্ধু, ফারদীন আহমেদ আইলান ও আরেকজন সহযোগী উপস্থিত ছিল। তারা হত্যার জন্য নতুন দুটি সুইচ গিয়ার কিনে আনে। বাসার নিচে জোবায়েদকে প্রথমে আঘাত করে মাহির ও ফারদীন, আর সেই সময় উপস্থিত থেকে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন বর্ষা।
পুলিশ আরও জানায়, বর্ষা ও মাহিরের মধ্যে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরবর্তীতে বর্ষা জোবায়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যা তিন মাস স্থায়ী হয়। ওই সময়ে বর্ষা মাহিরের কাছ থেকে দূরে সরে যান এবং জোবায়েদকে পছন্দ করার কথা জানান। কিন্তু পরে মত বদলে বর্ষা জানান যে জোবায়েদের প্রতি তার আগ্রহ নেই। এ ঘটনার পরই মাহির ও বর্ষা মিলে হত্যার পরিকল্পনা করে।
তদন্তে আরও বেরিয়ে এসেছে, সম্পর্কের সময় বর্ষা নিজের গহনা বিক্রি করে মাহিরকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে একটি মোটরবাইক কিনে দেন। পুলিশ বলছে, প্রেম, প্রতারণা ও প্রতিশোধের জটিল দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।