সিরাজদীখানে দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় মিলেছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে ইমরান ভূঁইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার লিয়াকত মিয়ার ছেলে সামিউল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধলেশ্বরী ব্রিজের উপর অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানিয়েছেন, নিহত দুই বন্ধু ১৫ অক্টোবর মোটরসাইকেলভ্রমণে কক্সবাজার-বান্দরবান অঞ্চলে গিয়েছিলেন। প্রায় ৩০ জনের একটি গ্রুপ ভ্রমণে অংশ নিয়েছিল। ভ্রমণের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। ইউপি চেয়ারম্যান আরও জানান, ইমরান ভূঁইয়া স্থানীয়ভাবে একজন ভালো ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী বলেন, নিহতরা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও জানান, গাড়ির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তৎপরতায় আশা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির চালক দ্রুত শনাক্ত হয়ে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।