ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবির ক্যাপশান, ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে স্থানীয় নসু হাজির পরিবার ও দুলাল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে দুলাল মিয়া পুলিশ নিয়ে এসে অজুখানার নির্মাণকাজ বন্ধ করেন। এ সময় নসু হাজির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষের ওপর হামলা চালায়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন দাস জানান, মসজিদের অজুখানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ