জুলাই যোদ্ধাদের ক্ষমা প্রার্থনা ও মামলা প্রত্যাহারের দাবি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে (১৭ অক্টোবর) সংঘটিত অশান্তির পর ‘দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা’ জানিয়ে ওই ঘটনায় দায়ের করা চারটি মামলা প্রত্যাহারের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সহায়তা কামনা করেছেন জুলাই যোদ্ধারা। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের কাছে এ সহায়তার আবেদন জানানো হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদল কমিশনকে জানিয়েছে, ১৭ অক্টোবরের ঘটনা তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা জোর দিয়ে বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; বরং ন্যায্য দাবি উপস্থাপন করতেই উপস্থিত ছিলেন।
তাদের অভিযোগ, ওই সময় কিছু বহিরাগত ব্যক্তি উপস্থিত হয়ে মারামারি ও ভাঙচুরে জড়িত ছিলেন। জুলাই যোদ্ধারা দাবি করেন, এই বহিরাগতদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা শনাক্ত করেছেন। বৈঠকে তারা স্বাস্থ্য সেবা, আইনি সুরক্ষা এবং পরিচয়পত্র প্রদানের দাবি করেছেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তারা লিখিত নির্দেশনার মাধ্যমে আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধও করেছেন।
কমিশন জানিয়েছে, জুলাই যোদ্ধাদের সকল দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়াও সমস্যা সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কমিশন সহায়তা করবে।
গত শুক্রবার প্রাচীর টপকে জুলাই যোদ্ধারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পুলিশ ও কমিশনের অনুরোধে সরতে অস্বীকার করলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই ঘণ্টা উত্তেজনা তৈরি হয়; উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।