জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যায় অভিযুক্ত মাহিরকে পুলিশে দিলেন মা

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যায় অভিযুক্ত মাহিরকে পুলিশে দিলেন মা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্ত মাহির রহমানকে বংশাল থানায় সোপর্দ করেছেন তার মা। রোববার (১৯ অক্টোবর) রাতভর পুলিশের অভিযান চলার পর সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে তুলে দেন। দুপুরে বংশাল থানার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মাহিরকে থানায় আনার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি। থানার কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অভিযোগপত্র ও সাক্ষ্যগ্রহণের বিষয়টি ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৯ অক্টোবর বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার আহ্বায়ক সদস্য ছিলেন। পুলিশ পরে আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাটি প্রকাশের পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত অভিযোগ করেন, তারা পাঁচজনের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন, শিক্ষার্থী বর্ষা, তার বাবা-মা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও মাহিরের বন্ধু নাফিসের বিরুদ্ধে। কিন্তু বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার সব নাম নিতে অনীহা প্রকাশ করেন। সৈকত জানান, ওসি বলেছেন, বর্ষার বাবা-মায়ের নাম দিলে মামলাটি দুর্বল হয়ে যাবে। তবে নিহতের পরিবার জোর দিয়ে বলছে, তারা প্রত্যেক অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করতে চায় এবং ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছে।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যার পেছনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরাও হত্যার ন্যায্য বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ