গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ছবির ক্যাপশান, গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত জাহিদুল আহসান জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের শিক্ষার্থী। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম জাহিদুল আহসান জিহাদ (২১)। তিনি টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে জাহিদুল তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে কলেজের ফি পরিশোধের উদ্দেশ্যে রকেটের মাধ্যমে টাকা পাঠাতে যাচ্ছিলেন। পথে সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তার ও তার দুই বন্ধুর গতিরোধ করে। এসময় তার দুই বন্ধু রহমান ও আরিফ হোসেন দৌড়ে পালিয়ে গেলেও ছিনতাইকারীরা একা পেয়ে জাহিদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ছিনতাইসংক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ