চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে গেটপাস ফি আপাতত স্থগিতের সিদ্ধান্ত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের প্রবেশে বাড়তি গেটপাস ফি বা মাশুল আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (১৯ অক্টোবর) বিকেলে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রমিক-মালিকদের সঙ্গে গুরুত্বসহ আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত প্রবেশ ফি স্থগিত থাকবে।
ওমর ফারুক আরও বলেন, সরকারি অনুমোদনক্রমে জারি করা গেজেট তাৎক্ষণিকভাবে পরিবর্তন বা বাতিল করার এখতিয়ার বন্দরের নেই। তবে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য বোর্ডের সিদ্ধান্তসহ একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর পরবর্তী নির্দেশনা জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন, ফি স্থগিতের ঘোষণার পর শ্রমিক ও মালিকেরা কাজে ফিরে আসবেন। বর্তমানে বন্দরের বাইরে প্রায় ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার অপেক্ষমাণ রয়েছে, যেগুলো এখন ডেলিভারি ও রপ্তানি কার্যক্রমে যুক্ত হবে।
বৈঠক শেষে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন জানান, বর্ধিত প্রবেশ ফি স্থগিতের ঘোষণা দেওয়ার পর সংগঠনভুক্ত পরিবহন মালিক ও শ্রমিকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা, ফলে আমদানি পণ্য ডেলিভারি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্তে বন্দরের অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।