বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে শিক্ষকদের আমরণ অনশন ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। তিনি জানান, আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে শহীদ মিনারে অনশন শুরু হবে। আর রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। সরকারের পক্ষ থেকে দাবি পূরণ না হলে শিক্ষকরা পরবর্তী পর্যায়ে আমরণ অনশনে যাবেন।
অধ্যক্ষ আজীজি বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতার অনুরোধে আজকের নির্ধারিত “মার্চ টু যমুনা” কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি জানান, পূর্বে শিক্ষা উপদেষ্টাকে ১০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া ভাতা, বেতন বৈষম্য নিরসন ও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা পরে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অধ্যক্ষ আজীজি বলেন, “আলোচনার নামে আমাদের সঙ্গে কেবল সময়ক্ষেপণ করা হয়েছে। আমরা উপদেষ্টাকে ‘বাবা’ বলে সম্বোধন করে অনুরোধ করেছি যেন অন্তত ন্যূনতম চাহিদা পূরণ করা হয়, কিন্তু তিনি অনড় অবস্থানে থাকেন।”
এর আগে গত রোববার থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশি বাধা, লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের কারণে তারা সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করেন। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং প্রয়োজনে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।