ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে ড. সায়মা হক বিদিশা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতালি ও লন্ডন সফরে যাওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বর্তমান উপাচার্যের অনুপস্থিতিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ড. সায়মা হক বিদিশা উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। উপাচার্য আগামী ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এর আগে আজ বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতালির রোম এবং যুক্তরাজ্যের লন্ডন সফরের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি ২৬ অক্টোবর পর্যন্ত রোমে অবস্থান করবেন। এরপর তিনি ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘গোয়িং গ্লোবাল ২০২৫’ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রেসিডেন্ট এবং ইন্ডাস্ট্রির প্রতিনিধিসহ প্রায় সাড়ে ৩শ’ একাডেমিক লিডার, সিনিয়র শিক্ষাবিদ ও গবেষক এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।