বিশ্বজুড়ে মানসিক রোগে ভুগছেন ৩০০ কোটিরও বেশি মানুষ

বিশ্বজুড়ে মানসিক রোগে ভুগছেন ৩০০ কোটিরও বেশি মানুষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হারে বাড়ছে মানসিক ও স্নায়বিক রোগের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীতে ৩০০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগছেন। এ ধরনের রোগে প্রতি বছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটছে।

ডব্লিউএইচও জানিয়েছে, সময়মতো চিকিৎসা ও যত্নের অভাবে লাখ লাখ মানুষ প্রতিবছর অকালমৃত্যুর শিকার হচ্ছেন। অনেক দেশে এখনও মানসিক স্বাস্থ্যসেবা পর্যাপ্ত নয় এবং প্রশিক্ষিত জনবল ও স্বাস্থ্য অবকাঠামোর ঘাটতি প্রকট। সংস্থার তথ্যানুসারে, বিশ্বের মাত্র ৬৩টি দেশ স্নায়বিক রোগ মোকাবিলায় জাতীয় নীতিমালা প্রণয়ন করেছে, আর মাত্র ৩৪টি দেশ এই খাতে নির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখে।

প্রতিবেদন অনুযায়ী, মানসিক রোগ শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব হলেও নিম্নআয়ের এবং প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনও স্বাস্থ্যসেবার বাইরে। ডব্লিউএইচও উল্লেখ করেছে, দারিদ্র্য, অপর্যাপ্ত স্বাস্থ্য অবকাঠামো এবং সামাজিক কুসংস্কার চিকিৎসা গ্রহণে বড় বাধা হিসেবে কাজ করছে। সংস্থার সহকারী মহাপরিচালক জেরেমি ফারার বলেন, “বিশ্বের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগছে। এটি এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় সংকট।”

তিনি আরও বলেন, নিম্নআয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মী, গবেষণা ও চিকিৎসা অবকাঠামোর ঘাটতি ভয়াবহ রূপ নিয়েছে। ধনী দেশের তুলনায় এসব দেশে স্নায়ুরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৮০ গুণ কম। ফারার জোর দিয়ে বলেন, এ বৈষম্য দূর না করা গেলে ভবিষ্যতে বৈশ্বিক মানসিক স্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ডব্লিউএইচও বিশ্বের সব সরকারকে আহ্বান জানিয়েছে মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় নীতিমালায় অগ্রাধিকার দিতে, চিকিৎসা সুবিধা বাড়াতে এবং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত পদক্ষেপ নিতে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ