সিলেট বোর্ডের থেকে বেশি জিপিএ ৫ পেয়েছে নটরডেম কলেজ!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার খ্যাতনামা নটরডেম কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। কলেজটিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩,২৫১ জন, যাদের মধ্যে ৩,২২৬ জন পাস করেছেন। বিশেষ উল্লেখযোগ্য, ২,৪৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নটরডেম কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা আনন্দে ভেসে উঠেছেন। তাদের উল্লাস, গর্ব ও পরিশ্রমের স্বীকৃতি যেন পুরো প্রাঙ্গণকে উৎসবে পরিণত করেছে।
অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল তুলনায় ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। সিলেট বোর্ডে ৬৯,১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, যার মধ্যে পাস করেছেন ৩৫,৮৭০ জন। পাসের হার মাত্র ৫১.৮৬ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১,৬০২ জন, যা নটরডেম কলেজের জিপিএ-৫ অর্জনের চেয়ে অনেক কম। ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৪৯.৯৬ শতাংশ, আর মেয়েদের ৫৩.১৩ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম (৪৫.৫৯ শতাংশ), বিজ্ঞান বিভাগে ৭৫.৯৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.১৮ শতাংশ।
ফলাফল এই কথাই বলে যে, নটরডেম কলেজের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মানসম্মত শিক্ষার ফলে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। ঢাকার এই কলেজের উদাহরণ প্রমাণ করে, সঠিক প্রস্তুতি ও শিক্ষার মান যে শিক্ষার্থীর জীবনে কতটা পার্থক্য গড়ে দিতে পারে।
বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এবং সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ফলাফল ঘোষণা ও বিশ্লেষণ করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।