যাদেরকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানালেন দুদকের চেয়ারম্যান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সততাকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন। তিনি বলেছেন, শীর্ষ পর্যায়ে দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা না গেলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)’ আয়োজিত সাংবাদিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “দুর্নীতিবাজদের মনোনয়ন দিবেন না।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া প্রয়োজন, যারা জনগণের আস্থা অর্জনে সক্ষম ও সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দুদক আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানান তিনি।
তিনি বলেন, প্রায় প্রতিটি দুর্নীতি বা অপরাধের পেছনে কোনো না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, যা রাষ্ট্রীয় কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য রাজনীতির ক্ষেত্র থেকেই দুর্নীতির মূল উৎপাটন জরুরি।
প্রবাসে অবস্থানরত দুর্নীতির দায়ে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও বক্তব্য রাখেন আব্দুল মোমেন। তিনি বলেন, যেসব অভিযুক্ত বিদেশে পালিয়ে রয়েছেন, তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোল রেড নোটিশসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে, যদিও এটি সময়সাপেক্ষ ও জটিল একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে দুদক চেয়ারম্যান বলেন, “আপনারাই সমাজের চোখ ও কান। সঠিক তথ্য তুলে ধরুন, তাহলেই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও জোরদার হবে।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, মোতাহার হোসেন, আব্দুল্লাহ আল জাহিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।