বিশ্বকাপে আজ জয়ের লক্ষ্যে হেভিওয়েট অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নারীদের ওয়ানডে বিশ্বকাপে আজ হেভিওয়েট অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি নিগার সুলতানাদের জন্য নিঃসন্দেহে এক কঠিন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস-১।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয় না পাওয়া বাংলাদেশ এবার দৃঢ় মনোভাব নিয়ে মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরের তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে দলটি। তবে প্রতিটি ম্যাচেই লড়াইয়ের মানসিকতা এবং উন্নত প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রদর্শন করেছে নিগার সুলতানারা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের নির্ভরযোগ্য ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক। তিনি জানান, দল নিজেদের শক্তির জায়গাগুলোতে কাজ করছে এবং দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। ‘আমাদের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বলেছেন, প্রতিটি ম্যাচে শেষ বল পর্যন্ত লড়তে হবে,’ বলেন সোবহানা। তার মতে, দল শুধু ভালো খেলার লক্ষ্যেই নয়, জয়ের জন্যই মাঠে নামবে।
গত চার বছর ধরে প্রায় একই দল নিয়ে খেলছে বাংলাদেশ নারী দল। তরুণদের মধ্যে আত্মবিশ্বাস ও শেখার আগ্রহই এখন দলের বড় শক্তি। সোবহানা বলেন, তরুণ খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায় এবং দলের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে সচেষ্ট। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়েও আশাবাদী তিনি। ব্যাটিং, শেষ দশ ওভার এবং ফিল্ডিংয়ে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলের সামগ্রিক ইতিবাচক মনোভাবই তাদের অনুপ্রেরণা হয়ে উঠেছে আসন্ন কঠিন লড়াইয়ের আগে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।