আইনি ভিত্তিহীন জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

আইনি ভিত্তিহীন জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থান স্পষ্ট করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ব্যতীত কোনও নাটকীয় প্রক্রিয়ায় অংশ নেবে না এনসিপি। জুলাই গণঅভ্যুত্থান ছিল কোনো ক্ষমতা পরিবর্তনের আন্দোলন নয়, বরং একটি ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের আন্দোলন। এই লক্ষ্যেই নতুন বাংলাদেশের ধারণা উত্থাপিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের পূর্বেই তার খসড়া প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধান উপদেষ্টার এ আদেশ জারি করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, সনদ স্বাক্ষরের আগে বাস্তবায়ন আদেশের খসড়া নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গড়ে তোলাই জরুরি। খসড়াটি পর্যালোচনা ছাড়া এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে না বলে তিনি জানান।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই তিনি এই আদেশ জারি করবেন সরকার প্রধানের দায়িত্বে থেকে, প্রেসিডেন্ট হিসেবে নয়। তিনি জানান, জুলাই সনদে উল্লিখিত ৮৪টি সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হবে। তবে সনদের সংশোধনী প্রক্রিয়া সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আহ্বায়ক জাবেদ রাসিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ