বিশ্বকাপ বাছাইপর্বে নতুন রেকর্ড গড়লেন রোনালদো

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বয়সের সঙ্গে যেন পাল্লা দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও থামছেন না এই পর্তুগিজ তারকা। বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ইতিহাস গড়লেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে রোনালদো এখন বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা। এদিনের দুটি গোলের মাধ্যমে তিনি বাছাইপর্বে তার গোলসংখ্যা ৪১-এ উন্নীত করেন, যা ছাড়িয়ে যায় গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের ৩৯ গোলের রেকর্ড। রুইজ ১৯৯৮ থেকে ২০১৬ সালের মধ্যে এই কীর্তি গড়েছিলেন।
ম্যাচের ২২তম মিনিটে নেলসন সেমেদোর নিখুঁত ক্রস থেকে রোনালদো প্রথম গোলটি করেন, যা পর্তুগালকে সমতায় ফেরায়। বিরতির ঠিক আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি সমতা ফিরিয়ে নেয়, ফলে ম্যাচটি ২-২ ড্রয়ে শেষ হয়। রবার্তো মার্টিনেসের কোচিংয়ে থাকা পর্তুগাল জিততে পারলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে পারত। তবে এই ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ১০ এ, যা তাদেরকে মূল পর্বের টিকিটের খুব কাছাকাছি পৌঁছে দিয়েছে। নভেম্বরের পরবর্তী উইন্ডোতে খেললেই সেই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১৪৩ গোলের মালিক রোনালদো এখন তাকিয়ে আছেন আরেকটি অনন্য মাইলফলকের দিকে, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য তার সামনে।
অন্যদিকে, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও পিছু হটছেন না। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা এখন ৩৬, যা তাকে কনমেবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্থাপন করেছে।
রোনালদো-মেসির এই প্রতিযোগিতা আবারও প্রমাণ করছে, বয়স শুধু একটি সংখ্যা, প্রতিভা ও অধ্যবসায়ই প্রকৃত শক্তি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।