আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি

আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি
ছবির ক্যাপশান, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না: ডাকসু ভিপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ অক্টোবর শোক দিবসে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না।” জগন্নাথ হল দুর্ঘটনা স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। হল ছাদের অবস্থা এবং নিরাপত্তা তদারকির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুর্ঘটনা পুনরায় এড়াতে সতর্কতার আহ্বান।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হলো। ১৯৮৫ সালের জগন্নাথ হল ট্র্যাজেডির স্মরণে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের নেতৃত্বে ‘অপরাজেয় বাংলার পাদদেশ’ থেকে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হয়।

উক্ত আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের মোহসীন হল, সূর্যসেন হল ও সলিমুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলের ছাদের অবস্থা এখনও খারাপ। “ছাদের সমস্যা দ্রুত ঠিক করতে হবে এবং সংশ্লিষ্ট বাজেট বাস্তবায়ন নিশ্চিত করতে হবে,” তিনি বলেন।

ডাকসু জিএস ফরহাদ হোসেন বলেন, “জগন্নাথ হলের দুর্ঘটনা বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির ফল। ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন, তা কার্যকর করা হয়নি। অব্যবস্থাপনার কারণে যেন আর কারও প্রাণহানি না ঘটে, সে জন্য তৎপরতা জরুরি।”

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৩ অক্টোবর রাতে জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৬ জন ছাত্র এবং ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এতে শতাধিক মানুষ আহত হন। আজকের অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষই পুনরায় এমন দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতার আহ্বান জানিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ