কাই তাকের ড্র শেষে ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ক্যাবরেরার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখন তাকিয়ে আছেন ভারত ম্যাচের দিকে। কাই তাক স্টেডিয়ামে রাকিব হোসেনের গোলে সমতা ফেরানোয় দলটি আশাবাদী। ক্যাবরেরা বিশ্বাস করেন, ঢাকায় ভারতের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ফুটবল দল।
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে মাঠে নামে লাল-সবুজের দল। শুরুতেই তারিক কাজীর ভুলে গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধে চমৎকার আক্রমণে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় দলটি। ম্যাচের শেষভাগে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, হাই লেভেল ফুটবল উপহার দিয়েছি। ছেলেরা চাপ সৃষ্টি করেছে, ভাগ্য একটু সহায় হলে জিততেও পারতাম। কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতো।”
এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের বাকি আছে আরও দুটি ম্যাচ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর ঢাকায়। হংকং ম্যাচের পর এখন কোচ ক্যাবরেরা তাকিয়ে আছেন ভারত ম্যাচের দিকেই। দলের মনোযোগ এখন পুরোপুরি সেই লড়াই ঘিরে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জানান, দেশের মাটিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করাই এখন তাদের লক্ষ্য।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।