কাঙ্ক্ষিত প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সারোয়ার তুষার অভিযোগ করেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী ও দলনিরপেক্ষ প্রশাসনের পরিপন্থী। তিনি বলেন, শাপলা প্রতীক দিতে বাধ্য কমিশন। প্রতীক সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে। তার দাবি, ইসির সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই এবং কমিশন চাইলে নিজস্ব ক্ষমতাবলে শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “এনসিপি শাপলা পাবে।” এর আগে, দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টিকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। অন্যথায়, ১৯ অক্টোবরের মধ্যে কমিশন নিজেই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, বর্তমান বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সরাসরি প্রতীক প্রদান করা কমিশনের পক্ষে সম্ভব নয়।
ইসি সচিব এ সময় বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো কমিশনে উপস্থাপন করা হয়নি। তবে এনসিপি জানিয়েছে, তারা শাপলা প্রতীক না পেলে নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণ দুটো বিষয়ই পুনর্বিবেচনা করবে। দলটির পক্ষ থেকে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক ও লিখিত আবেদন দেওয়া হয়েছে। নেতারা আগেও হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজন হলে শাপলা প্রতীকের দাবিতে রাজপথেও নামবেন।
বর্তমানে প্রতীক ইস্যু নিয়ে দলটির অবস্থান অনড় থাকায় আসন্ন নির্বাচনে এনসিপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।