আমিরের বক্তব্য ব্যক্তিগত মত সংগঠনের সম্পৃক্ততা নেই: মামুনুল হক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানিয়েছেন, জামায়াতে ইসলামী প্রসঙ্গে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সংগঠনটির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বা অবস্থান নেই। হেফাজত অরাজনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকে এমন বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি রাজধানীর সংবাদ সম্মেলনে।
জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দেওয়া বক্তব্য ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন; তাই নির্বাচনে অংশগ্রহণ বা কোনো রাজনৈতিক দলের বিষয়ে অবস্থান নেওয়া সংগঠনের নীতিমালার পরিপন্থি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মামুনুল হক স্পষ্ট করে বলেন, “আমাদের আমির সবসময় ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি যদি জামায়াত বিষয়ে কিছু বলে থাকেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। সংগঠনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।” তিনি আরও যোগ করেন, “হেফাজতে ইসলাম কখনোই সরাসরি রাজনীতিতে অংশ নেয়নি এবং দলীয় রাজনীতির সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখে না। আমাদের কোনো নেতা ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে, সেটি তাঁর নিজস্ব স্বাধীনতা—সাংগঠনিক অবস্থান নয়।”
হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, কোনো অভিভাবক তার সন্তানকে গান শেখানোর জন্য স্কুলে পাঠান না। তাই প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের আইন বাতিল করতে হবে এবং এর পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। লিখিত বক্তব্যে বলা হয়, দেশে কঠোর ধর্মীয় অবমাননা প্রতিরোধ আইন না থাকায় বারবার ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড ঘটছে। তিনি অভিযোগ করেন, এই সুযোগে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনের শেষে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর চট্টগ্রামে শানে রেসালত সম্মেলনে বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান, যা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।