সৌদি থেকে দেশে ফিরল হজযাত্রীদের ৩৮ কোটি টাকা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সৌদি আরব থেকে বাংলাদেশের হজ এজেন্সিগুলোর জন্য জমা থাকা অব্যয়িত অর্থ প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন-এ ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত অর্থ ছিল এবং সবকটির অর্থই সফলভাবে ফেরত আনা হয়েছে। ফেরত পাওয়া অর্থের পরিমাণ এক কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা সমান।
ধর্ম উপদেষ্টা জানান, এই অর্থ ইতোমধ্যেই বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন থেকে বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হয়েছে। ৯৯০টি এজেন্সির মধ্যে তিনটির কোনো অব্যয়িত অর্থ ছিল না। ৮৩১টির ব্যাংক হিসাব অনুযায়ী টাকা স্থানান্তর করা হবে, এবং ১৫৬টির ব্যাংক তথ্য পাওয়ার পর তাদের অর্থও ফেরত দেওয়া হবে। তিনি বলেন, একটি এজেন্সির সর্বোচ্চ ফেরত অর্থ ৪৫ লাখ টাকা এবং সর্বনিম্ন ২ টাকা।
ড. খালিদ হোসেন উল্লেখ করেন, বিগত কয়েক বছরের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ এবং সদিচ্ছার প্রতিফলন। তিনি আরও বলেন, দেশের হজযাত্রীর অধিকাংশই (৯০ শতাংশেরও বেশি) বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে সৌদি প্রান্তের খরচের টাকা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন-এ জমা দেওয়া হয়ে থাকে।
তিনি বলেন, গত ৭–৮ বছরে হজের সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য এজেন্সিগুলোর জমাকৃত অর্থের কিছু অংশ অব্যয়িত ছিল। ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের সঙ্গে বহুবার যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই অর্থ ফেরতের উদ্যোগ নিয়েছে। ড. খালিদ হোসেন নিশ্চিত করেন, এ অর্থ সরাসরি হজ এজেন্সিগুলোর ব্যবসার অংশ এবং হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।