হজযাত্রী নিবন্ধন শেষ, এখনো খালি দুই-তৃতীয়াংশ কোটা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আগামী বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন বাংলাদেশি হজযাত্রী প্রাথমিকভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় নিবন্ধনের নির্ধারিত সময়সীমা শেষ হয়। তবে এখনও হজ কোটার প্রায় দুই-তৃতীয়াংশ আসন খালি রয়েছে। বাংলাদেশের মোট হজ কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হলেও, এখন পর্যন্ত মাত্র এক-তৃতীয়াংশ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের সময় বাড়বে কি না, তা সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধন সময় বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সৌদি আরবের ওপর নির্ভরশীল। সৌদি সরকারের রোড ম্যাপ অনুযায়ী নিবন্ধনের শেষ সময় ছিল রোববার। তবে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, এবং তাদের অনুমতি পেলে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সময় বৃদ্ধির ঘোষণা দেবে।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯ হাজার ৭৭১ জন হজযাত্রী অন্তর্ভুক্ত আছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর সরকারি এবং ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রাথমিক নিবন্ধিতদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।
এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। এতে নিবন্ধন সময় বাড়ানোর সম্ভাবনা ও সৌদি আরবে আটকে থাকা প্রায় ৫০ কোটি টাকার অর্থ ফেরত আসার বিষয়টি জানানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।