রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ কমান্ডার আটক

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ কমান্ডার আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাঙামাটির বগাছড়ি এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের এক পোস্ট কমান্ডার ও তার সহযোগীকে আটক করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাছড়ি এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে তাদের মোটরসাইকেলসহ আটক করেন।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আটককৃতদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কর্ম চাকমা এবং তার সহযোগী লেলিন চাকমা। সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের দুটি রসিদ উদ্ধার করেন।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী আরও জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সন্ত্রাস দমন এবং পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে, যাতে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ