বন্দি অবস্থায় কারাগারে থেকেও ফেসবুকে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কারাগারে বন্দি থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয়তা বজায় রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। তার নামে পরিচালিত একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ থেকে প্রতিদিনই অন্তর্বর্তী সরকারবিরোধী, বিএনপি-জামায়াত ও এনসিপি বিরোধী বক্তব্যসহ নানা রাজনৈতিক পোস্ট প্রকাশিত হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে নিয়মিত শতাধিক রাজনৈতিক বার্তা প্রচার করা হয়।
চলতি বছরের ১২ জানুয়ারির গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হন বেনজির হোসেন নিশি। পরে সন্ত্রাসবিরোধী আইনে কলাবাগান থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
একাধিক দফায় রিমান্ড শেষে সর্বশেষ ১৩ আগস্ট ঢাকার নিম্ন আদালতে তাকে হাজির করা হয়। তখনও পুলিশের কড়া পাহারায় দৃঢ় মনোভাবে কথা বলতে দেখা যায় তাকে। এর আগে আদালতে ওঠার সময় তিনি স্লোগান দেন, “শেখ হাসিনা আসবে, জয় বাংলা।”
বেনজির হোসেন নিশি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে সংগঠনের অভ্যন্তরে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে সিট–বাণিজ্য, চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালানো হতো। জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি নিক্ষেপের ঘটনার সঙ্গেও তার নাম জড়ায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে তিনি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘনিষ্ঠ ছিলেন।
রাজনৈতিক পরিবর্তনের পর ছাত্রলীগের অধিকাংশ নেত্রী আত্মগোপনে গেলেও নিশি কারাগারে থেকেও আলোচনায় রয়েছেন। সম্প্রতি তার নামে থাকা ফেসবুক প্রোফাইল থেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা, শেখ হাসিনার প্রশংসা ও বিএনপি–জামায়াত বিরোধী বক্তব্য পোস্ট করা হচ্ছে।
এসব পোস্টে তাকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন অনেকে, যা অনলাইন মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, কারাগার থেকে কীভাবে পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম?
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।