গভীর রাতে নারীর ঘরে ঢুকে পিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা, ভাইরাল ভিডিও

গভীর রাতে নারীর ঘরে ঢুকে পিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা, ভাইরাল  ভিডিও
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভোলার চরফ্যাসনে গভীর রাতে নারীর ঘরে ঢুকে অনৈতিক কাজ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজান মুনসী।১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) চরকলমী ইউনিয়নের বকসীবাজার এলাকায় এ ঘটনা ঘটান তিনি।

আজ রোববার গণধোলাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা তাকে বহিষ্কারের দাবী জানান। 

ভুক্তভোগী নারী জানান, মিজান মুনসী নানা অজুহাতে তার বাড়িতে আসা-যাওয়া করতেন। বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব তাকে অনেক ডিস্টার্ব  দিতেন। শুক্রবার বিকেলে বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়ে জোর করে মোবাইল ফোন নম্বর নেন। যাওয়ার সময় বলে যান রাত ১১টায় আসবেন। গভীর রাতে বাড়ির পেছনের জানালা ধাক্কাধাক্কি শুরু করেন। আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘরে প্রবেশ করেন। আতঙ্কিত হয়ে তাকে ঘরে ঢুকতে দেন। তিনি অশোভন আচরণ করলে চোর এসেছে বলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা মিজানকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে মিজান এর  সাঙ্গপাঙ্গরা এসে তাকে উদ্ধার করেন।  

এ ঘটনার পর অভিযুক্ত মিজান মুনসী চরফ্যাসন হাসপাতালে ভর্তি হন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে গণধোলাইয়ের ভিডিও ভাইরাল হলে মোবাইল ফোন বন্ধ রেখে হাসপাতাল থেকে আত্মগোপনে চলে যান। এ কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চরকমলী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী গণমাধ্যমকে জানান , ‘মিজান মুনসীকে রাতে আটক করে মারধর করা হয়েছে শুনেছি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ফোন বন্ধ। বাসায়ও তাকে পাওয়া যায়নি।’ 

উপজেলা মৎস্যজীবী দল এর সভাপতি মো. সোহাগ বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। স্থানীয় আওয়ামী লীগের কিছু সমর্থক রাতর আধারে তার ওপর হামলা করেছে। 

শশীভূশষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বিষয়টি শুনেছি। ভুক্তভোগী নারী কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ