খাগড়াছড়ির অস্থিরতায় বাংলাদেশের ওপর দোষ দিল নয়াদিল্লি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
খাগড়াছড়ির অস্থিরতা নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ ও দায় এড়াতে অন্য দেশের ওপর অভিযোগ চাপানোর অভিযুক্ত করেছে।
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনা নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবে দায় অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে ‘ভারতের ইন্ধন’ থাকার অভিযোগ করেছেন, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। তিনি দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গ্রেফতার হয় শয়ন শীল নামের এক তরুণ। এরপর থেকে জেলায় উত্তেজনা ও আন্দোলন শুরু হয়। ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পরপর দুই দফা সড়ক অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে।
২৭ সেপ্টেম্বর গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতায় অন্তত তিনজন নিহত হন। এছাড়া দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। যদিও পরবর্তীতে চিকিৎসকের প্রতিবেদনে কিশোরীর ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, খাগড়াছড়ির ঘটনাবলীর পেছনে ‘ভারতের ইন্ধন’ রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে ওই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হলো।
সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।