বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ, সর্বনিম্ন কত খরচ হবে?

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ, সর্বনিম্ন কত খরচ হবে?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হাব জানায়, সরকারি ব্যবস্থাপনার বিপরীতে বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সেবার অংশ হিসেবে প্রতিটি প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ‘বিশেষ’, ‘সাধারণ’ ও ‘সাশ্রয়ী’ নামে তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৫০ হাজার টাকা, সাধারণ হজ প্যাকেজ পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজ পাঁচ লাখ ১০ হাজার টাকা। সবগুলো প্যাকেজে খাওয়া ও কোরবানির খরচ সংযোজিত হয়েছে।

এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ সালে (৯ জিলহজ ১৪৪৭ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী এবারের হজে অংশ নেবেন বলে জানানো হয়। সৌদি অংশের ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনো না পাওয়ায় গত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ ধরে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত খরচ বৃদ্ধি বা হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। একইভাবে বিমান ভাড়া হ্রাস পেলে সেটিও প্যাকেজে সমন্বিত হবে।

হাব আরও জানায়, এ বছর কোরবানির অর্থ ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্যাকেজে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিমান ভাড়ার ক্ষেত্রে বাংলাদেশ অংশের ট্যাক্স ও চার্জ বাদ দিয়ে হিসাব ধরা হয়েছে। ঘোষণায় আরও বলা হয়, বর্তমানে এক সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরা হলেও রিয়ালের রেটে পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যে প্রতিফলিত হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ