বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্যের সত্যতা  নিশ্চিত করেন। 

জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 

গ্রেপ্তার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অনিম, অপকর্ম  দূর্নীতি,  ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ  সরকারি অর্থ আত্মসাৎ এর বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, জুয়েল ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ