দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল ১ লক্ষ ২ হাজার কেজি ইলিশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি কার্যক্রম জোরদার করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে সব রফতানি সম্পন্ন করতে হবে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত আট দিনে মোট ১০২ দশমিক ২১৪ টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান, ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল, বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে। আর রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
বাংলাদেশ সরকার এই শারদীয় পূজার জন্য ভারতে মোট ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে, যা ৩৭টি রফতানিকারক প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট আটটি তারিখে বিভিন্ন চালান পাঠানো হয়েছে। চালান অনুযায়ী রফতানির পরিমাণ ছিল: ১৬ সেপ্টেম্বর ৩৭ দশমিক ৪৬ টন, ১৮ সেপ্টেম্বর ২৪ দশমিক ২৫৮ টন, ২০ সেপ্টেম্বর ৬ টন, ২৩ সেপ্টেম্বর ১১ দশমিক ৭২ টন, ২৪ সেপ্টেম্বর ২ টন, ২৫ সেপ্টেম্বর ৬ দশমিক ৩৬ টন, ২৭ সেপ্টেম্বর ১২ দশমিক ৮৯৬ টন এবং ২৯ সেপ্টেম্বর ১ দশমিক ৫২ টন।
মৎস্য কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে আরও কয়েকটি চালান রফতানি হতে পারে। ভারতের বাজারে ইলিশ সরবরাহ নিশ্চিত করতে বেনাপোল বন্দরে রফতানি কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রফতানি প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।