দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তাব উপস্থাপন করেন।

সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং ঝুঁকিপূর্ণ জেলায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কয়েকটি পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। তারা উল্লেখ করেন, অতীতে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

জিএস এস এম ফরহাদ জানান, সম্প্রতি ডাকসুর পক্ষ থেকে জগন্নাথ হল, শিব মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এসব প্রতিনিধি পূজার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়েছেন, যা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, তোফাজল হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশিত হলেও বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি, আর সাম্য হত্যাকাণ্ডের প্রতিবেদনও প্রকাশ হয়নি। এ দুই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসুকে আশ্বস্ত করে জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্য হত্যাকাণ্ড সম্পর্কিত পূর্ণাঙ্গ প্রতিবেদনও শিগগির প্রকাশ করা হবে।

ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে নতুনভাবে এ সম্প্রীতি উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ