কিয়ামতের দিনে পথভ্রষ্টদের মুখের উপর চলা ও জাহান্নামের শাস্তি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কিয়ামতের দিনে পথভ্রষ্টদের অবস্থা ও জাহান্নামের শাস্তি নিয়ে বিশদ বর্ণনা। কোরআন ও হাদিস অনুযায়ী তারা মুখের উপর চলবে, অন্ধ, বধির ও বোবা হিসেবে হাশরের দিনে উত্তোলিত হবে। জাহান্নামের আগুন স্থায়ী ও শাস্তিমূলক, যা পথভ্রষ্টদের চরম শাস্তি হিসেবে অমোঘ প্রমাণিত।
কোরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ আছে, যাদেরকে আল্লাহ্ পথনির্দেশ করেন তারা সঠিক পথে চলতে সক্ষম হয়, আর যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তাদের জন্য কোনো অভিভাবক আল্লাহর বাইরে খুঁজে পাওয়া যায় না। ইসলামিক গবেষকরা জানিয়েছেন, কিয়ামতের দিন এই পথভ্রষ্ট ব্যক্তিদের এমনভাবে উত্তোলন করা হবে যেন তারা দুনিয়ায় যেভাবে সত্যকে দেখতে, শুনতে বা বলার অক্ষম ছিল, ঠিক তেমনিভাবে হাশরের দিনও তাদের একই অবস্থায় থাকবে।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, আয়াতে বলা হয়েছে, পথভ্রষ্টদের মুখের উপর দিয়ে চলার নির্দেশ থাকবে। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু’র বর্ণনায় উল্লেখ রয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, “কাফিরেরা কিয়ামতের দিনে তাদের মুখের উপর কিভাবে চলবে?” এ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ দুনিয়ায় তাদের পায়ের উপর হাঁটতে দেন, তিনি কিয়ামতের দিন মুখের উপর হাঁটাতেও সক্ষম।
এছাড়াও, জাহান্নামের আগুন কখনো নিস্তেজ হবে না। তাফসীরে কাতাদা রাহেমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, যখন তাদের চামড়া আগুনে পুড়ে যাবে, তখন নতুন চামড়া দিয়ে শাস্তি অব্যাহত থাকবে। ইসলামী গবেষকরা উল্লেখ করেছেন, এটি সূরা আন-নিসা ৫৬ নং আয়াতের সঙ্গে সমার্থক এবং কিয়ামতের শাস্তির দৃশ্যপট আরও বিস্তারিতভাবে চিত্রিত করে।
গবেষকরা বলেন, এই বর্ণনা মূলত মানুষের দুনিয়ার অবস্থার সঙ্গে পারলৌকিক জগতের সংযোগকে তুলে ধরে। তারা সতর্ক করেছেন, কোরআনের এই নির্দেশ নীতিবোধ, ঈমান ও সৎকর্মের গুরুত্ব বোঝাতে নির্দেশিত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।