কিয়ামতের দিনে : সৎকর্মে সচেষ্টরা সফল, গাফলতকারীরা বঞ্চিত

কিয়ামতের দিনে : সৎকর্মে সচেষ্টরা সফল, গাফলতকারীরা বঞ্চিত
ছবির ক্যাপশান, কিয়ামতের দিনে : সৎকর্মে সচেষ্টরা সফল, গাফলতকারীরা বঞ্চিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কিয়ামতের দিনে সৎকর্মে সচেষ্টরা আল্লাহর রহমতে সফলতা লাভ করবে, আর গাফলতকারীরা বঞ্চিত হবে কঠিন আযাব থেকে। কুরআন ও হাদীস অনুসারে প্রতিটি মানুষের আমলনামা উন্মুক্ত করা হবে। জান্নাত অর্জনে সৎকর্ম অপরিহার্য।

মানুষের তাকদীর ও আমলনামা সম্পর্কে কুরআন ও হাদীসে গভীর দিকনির্দেশনা পাওয়া যায়। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, প্রতিটি মানুষের কাজ তার গ্রীবালগ্নে লিখিত রয়েছে এবং কিয়ামতের দিন সেই কাজসমূহ উন্মুক্ত কিতাব আকারে তার হাতে তুলে দেয়া হবে। এ প্রসঙ্গে ইসলামী ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে, মানুষ যা-ই করুক না কেন, তা মূলত তার তাকদীর অনুযায়ী হয়ে থাকে। তবে যেহেতু মানুষ জানে না তার জন্য কী নির্ধারণ করা হয়েছে, তাই তার কর্তব্য হলো সৎকর্মে সচেষ্ট থাকা।

তাফসীরে বলা হয়েছে, যাদের ভাগ্যে সৎকর্ম নির্ধারিত আছে, তাদের জন্য সে কাজ সহজ করে দেয়া হয়। বিপরীতে দুর্ভাগাদের বৈশিষ্ট্য হলো তারা সৎকর্মে মনোযোগী না হয়ে তাকদীর অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। এর ফলে তারা সৎকর্ম থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীসে বর্ণিত হয়েছে, প্রতিদিন বান্দার নির্দিষ্ট কাজ লিখে রাখা হয়। যদি অসুস্থতার কারণে সে সৎকর্ম করতে না পারে, তবুও পূর্বেকার আমলের ভিত্তিতে তার জন্য সওয়াব লেখা হয়, যতক্ষণ না সে সুস্থ হয় বা মৃত্যুবরণ করে।

তাফসীরবিদগণ আরও ব্যাখ্যা করেন যে, মানুষের সকল কাজ ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন। মৃত্যু হলে সেই রেকর্ড বন্ধ হয়ে যায়। কিয়ামতের দিন তা প্রত্যেকের হাতে তুলে দেয়া হবে, যাতে নিজেই নিজের পরিণতি উপলব্ধি করতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ শিক্ষা স্পষ্ট যে, তাকদীর পরিবর্তন করা মানুষের সাধ্যের বাইরে হলেও সৎকর্মে সদা প্রস্তুত থাকা তার কর্তব্য।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ