পৃথিবী ধ্বংস থেকে রক্ষা পায় আল্লাহর জিকিরকারীদের জন্য

পৃথিবী ধ্বংস থেকে রক্ষা পায় আল্লাহর জিকিরকারীদের জন্য
ছবির ক্যাপশান, পৃথিবী ধ্বংস থেকে রক্ষা পায় আল্লাহর জিকিরকারীদের জন্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পৃথিবী ধ্বংস থেকে রক্ষা পায় আল্লাহর জিকিরকারীদের জন্য সহিহ হাদিসে বলা হয়েছে, যতদিন পৃথিবীতে আল্লাহর নাম স্মরণকারী মুমিন থাকবে, ততদিন কিয়ামত হবে না। ঈমান, জিকির, মুমিন, কিয়ামত ও ইসলামী শিক্ষা বিষয়ক এই সত্য মুসলিম উম্মাহকে সচেতন করে আল্লাহর রহমতের গুরুত্ব উপলব্ধি করায়।

আল্লাহ তায়ালার অসীম রহমতের কারণে দুনিয়া এখনো টিকে আছে। কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, যতদিন পৃথিবীতে অন্তত একজন মুমিন ব্যক্তি থাকবে, ততদিন দুনিয়ার চূড়ান্ত ধ্বংস বা কিয়ামত সংঘটিত হবে না। সহিহ মুসলিমে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যতক্ষণ পৃথিবীতে এমন মানুষ থাকবে যারা “আল্লাহ আল্লাহ” বলবে, ততক্ষণ কিয়ামত আসবে না। এটি প্রমাণ করে যে, ঈমানদারদের উপস্থিতিই আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ নিরাপত্তা।

হাদিসে আরও বলা হয়েছে, কিয়ামতের আগে আল্লাহ তায়ালা এমন এক শীতল বাতাস প্রবাহিত করবেন, যা পৃথিবীর বুকে এমন কোনো ঈমানদারকে বাঁচতে দেবে না, যার অন্তরে অণু পরিমাণও ঈমান বা মঙ্গল অবশিষ্ট থাকবে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণিত দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, সে বাতাস সর্বত্র পৌঁছে মুমিনদের রূহ কবজ করবে। এমনকি কেউ যদি পাহাড়ের গহ্বরে আশ্রয় নেয়, তবুও সেই বাতাস তার কাছে পৌঁছে যাবে।

এ সময় পৃথিবীতে শুধু দুর্বৃত্ত প্রকৃতির মানুষ রয়ে যাবে। তারা কাম-প্রবৃত্তি পূরণে অন্ধের মতো আচরণ করবে, রক্তপাত ও শত্রুতা ছড়িয়ে দেবে। তাদের মধ্যে কোনো নেকির আদেশ থাকবে না, মন্দ কাজ থেকে বিরত রাখারও কেউ থাকবে না। তখনই আল্লাহর হুকুমে পৃথিবীর ওপর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামত সংঘটিত হবে। ইসলামী শিক্ষার আলোকে স্পষ্ট হয়, মুমিনদের উপস্থিতিই দুনিয়ার স্থায়িত্বের প্রধান অবলম্বন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ