মোদিকে কটাক্ষ, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পরামর্শ ওয়াইসির

মোদিকে কটাক্ষ, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পরামর্শ ওয়াইসির
ছবির ক্যাপশান, মোদিকে কটাক্ষ, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পরামর্শ ওয়াইসির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মোদিকে কটাক্ষ করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পরামর্শ দিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। বিহার বিধানসভা নির্বাচন সামনে রেখে বাংলাদেশি অভিবাসী ইস্যুতে রাজনীতি উত্তপ্ত। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে আলোচনায়।

চলতি বছরের শেষ দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোও অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণায় মূল আলোচনায় উঠে এসেছে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ।

সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বিরোধী দল কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে এবং তারা বিহারের নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি স্পষ্ট ভাষায় বলেন, “বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাচল অঞ্চলে।” উল্লেখ্য, বিহারের সীমাচল অঞ্চলেই ওয়াইসির দল গত নির্বাচনে আসন জয় করেছিল।

এসময় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে ওয়াইসি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, “আপনি বলছেন বিহারে বাংলাদেশি আছেন, অথচ বিহারে কেউ নেই। আপনার দিল্লিতেই একজন বাংলাদেশি আছেন আপনার বোন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। চাইলে তাকে সীমাচলে পাঠান, আমরা তাকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব।”

উল্লেখযোগ্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর তিনি ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ