রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনরত সমাজকর্মী ওয়াংচুক সহিংসতা উসকানোর অভিযোগে গ্রেপ্তার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে আন্দোলনে যুক্ত সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। থ্রি ইডিয়টস সিনেমার ফুনসুখ ওয়াংড়ু চরিত্রের অনুপ্রেরণা তিনি। সহিংসতা উসকানোর অভিযোগ অস্বীকার করে ওয়াংচুক ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা দাবি করছেন।
ভারতের লাদাখে চলমান উত্তেজনার মধ্যে আলোচনায় আসা সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর অনুপ্রেরণা হিসেবে পরিচিত, যেখানে তার জীবনকাহিনিকে কেন্দ্র করে ফুনসুখ ওয়াংড়ু চরিত্র নির্মিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উত্তেজিত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এর মাত্র একদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (SECMOL)-এর বিদেশি তহবিল গ্রহণের নিবন্ধন (এফসিআরএ-২০১০) বাতিল করে।
সোনম ওয়াংচুক ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। তবে সাম্প্রতিক সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনায় দায় অস্বীকার করেছেন তিনি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সংগঠন বিদেশি অনুদান নেয়নি, বরং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বৈধ কর প্রদানের পথেই অর্থ সংগ্রহ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াংচুক আন্দোলনের সময় অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামের দিকে রওনা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো ভূমিকা রাখেননি। পাশাপাশি তিনি লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে উপজাতি অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত শাসন কাঠামো গঠনের দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের জীবন অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস-এ আমির খান অভিনীত ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি নির্মিত হয়েছিল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।